রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে প্রসূতি মায়ের নবজাতক শিশু ভূমিষ্ট হতে সময় ডান হাতের হাঁড় ভাঙ্গার অভিযোগ উঠেছে স্বাস্থ্যকমপ্লেক্সের ৩জন নার্সের বিরুদ্ধে। তবে ওই ৩ নার্সের মধ্যকার সিনিয়র স্টাফ নার্স পূরবী রানী মৃধা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ভুমিষ্ট হওয়া নবজাতক শিশুটির শারীরিক অবস্থা ছিল স্বাভাবিক শিশুর চেয়ে বেশী। শিশুটিকে শ্বাসকষ্ট জনিত কারনে বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়ে ছিল তবে হাত ভাঙ্গার কোন ঘটনা ছিলনা।
আপর দিকে শিশুটির পিতা আতাউর রহমান জানিয়েছেন গত ৪ মার্চ সকালে তাঁর প্রসূতি স্ত্রীকে (২৭) সন্তান প্রসব করাতে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওইদিন সন্ধ্যায় স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স পূরবী রানী মৃধা, সাথী ও অনন্যা ৩জন মিলে তাঁর স্ত্রী’র সন্তান প্রসব করান। এ সময় কণ্যা সন্তান ভূমিষ্ট হয়। কিন্তু নার্স পূরবী রানী মৃধা, সাথী ও অনন্যা হীরার অদক্ষতার কারনে নবজাতক কণ্যার বাম হাতটি ভেঙ্গে যায়। কিছু বুঝতে না দিয়ে ৫ মার্চ সকালে বাগেরহাট সদর হাসপাতালে নবজাতক শিশুটিকে প্রেরণ করেন। রাত ১২ টায় ওই নবজাতককে বাগেরহাট থেকে চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । সেখানে এক্সেরে করে দেখা যায়, নবজাতকের বাম হাতের হাড় ভাঙ্গা। অত:পর ৮ দিন আইসিইউতে নবজাতক শিশুটিকে চিকিৎসার পর ১৩ মার্চ বাড়িতে নিয়ে আসেন। ১৯ মার্চ শিশুটি পূনরায় অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমান শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
বুধবার (৯ এপ্রিল) সকালে শিশুর পিতা মোঃ আতাউর রহমান শেখ সাংবাদিকদের বলেন, আমি মসজিদে সামান্য বেতনে ইমামতি করি। এই আয়ের টাকা দিয়ে সংসার চলে না। আমি মেয়ের চিকিৎসায় সব শেষ করে ফেলেছি। চিকিৎসার জন্য আরও টাকার দরকার। আমি অদক্ষ নার্স পূরবী, সাথী ও অনন্যার বিচার এবং আমার শিশুর কণ্যার চিকিৎসার আর্থিক সহযোগিতার চাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ রিসিভ করে রাখা হয়েছে। এ ঘটনা সংক্রান্তে তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্টের পর বোঝা যাবে ঘটনাটি কি ঘটেছে।’
বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম বলেন, অভিযোগ দেখেছি। ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি করে দিচ্ছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’
অভিযোগকারি আতাউর রহমান শেখ উপজেলার চরকচুড়িয়া গ্রামের আব্দুর সালাম শেখের ছেলে তিনি নাজিরপুর উপজেলার বাঘাজোড়া গ্রামের ডাকুয়াবাড়ি জামে মসজিদের ইমাম।