সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
কাজী রায়হান তানভীর সৌরভ।
খুলনা প্রতিনিধি।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে আজ খুলনায় দেখা গেছে উৎসবের রঙিন ছোঁয়া। হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের প্রতিটি প্রান্ত। সকাল থেকেই বৈশাখী সাজে সেজে ওঠে নগরবাসী।
দিনের শুরুতেই খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বর্ণাঢ্য রঙিন শোভাযাত্রা। খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, সরকারি মজিদ মেমোরিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করে। বাহারি রঙের মুখোশ, পটচিত্র ও লোকজ উপাদানে শোভাযাত্রা হয়ে ওঠে নজরকাড়া।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর দিন
শহীদ হাদিস পার্ক, বিজয়গাথা কমিউনিটি সেন্টার , নগর ভবন চত্বরে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, লোকগান, বৈশাখী নৃত্য ও নাটিকা। উপস্থিত দর্শকরা উপভোগ করেন বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা।
বৈশাখী খাবারের আয়োজন
খুলনার বিভিন্ন রেস্টুরেন্টে ও বাড়িতে আয়োজিত হয় পান্তা-ইলিশ, পিঠা-পুলির বিশেষ মেনু। নাগরিকদের জন্য খোলা হয়েছিল বিশেষ মেলা, যেখানে পাওয়া যায় হস্তশিল্প, খেলনা, মাটির জিনিস ও গ্রামীণ পণ্যের সম্ভার।
নিরাপত্তায় কঠোর ব্যবস্থা
পহেলা বৈশাখ উপলক্ষে খুলনা মহানগর পুলিশ ও র্যাব সদস্যরা শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় দিনটি।
উৎসব শেষে প্রত্যাশা
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনায় শেষ হয় খুলনাবাসীর বৈশাখী উদযাপন।