সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
মো: একরামুল হক মুন্সী :
বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো পহেলা বৈশাখ বাংলা ১৪৩২ (বর্ষবরণ) । দিবসটি উপলক্ষ্যে সোমবার চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল র্যালির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে র্যালিটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বকুল তলায় এসে শেষ হয়। আত:পর উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি বেদবতী মিস্ত্রি, চিতলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো: সোহেল পারভেজ, উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজ লিটন, বীর মুক্তিযোদ্ধা সহ সকল শ্রেণীপেশার সাধারণ মানুষ।
অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিতলমারী উপজেলা শাখার আয়োজনে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু। অন্যান্যদের মধ্যে ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফুল হাসান অপু, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন,ছাত্রদলের আহবায়ক লিমন বিশ্বাস ইউনুস, সদস্য সচিব এলাহী মোল্লা, বিএনপি নেতা হুমায়ূন কবির সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃ বৃন্দ।