রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ ডেস্ক
খুলনা সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম খালেদকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গত ১৪ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর খালিশপুর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে জুলাই-আগস্ট/২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগে মামলা রয়েছে। সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম খালেদ পিতা-মৃত হারুন অর রশিদ, থানা-খালিশপুর, খুলনার বিরুদ্ধে থানার রেকর্ডপত্র যাচাই করে ৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।