সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খুলনা, ১৫ এপ্রিল: খুলনা মহানগরীর দৌলতপুর থানার রেলিগেট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি জুয়ার আসর থেকে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৪ এপ্রিল (রবিবার) রাতে দৌলতপুর থানার একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। রেলিগেট এলাকার ইউনুছ নামক এক ব্যক্তির বাড়িতে চলছিল জুয়ার আসর। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) আঃ কাদের সরদার (৫০), পিতা-মৃত আঃ রশিদ,
২) ইউনুচ চোকিদার (৫২), পিতা-মৃত জিন্নাত চোকিদার,
৩) নাছির বেপারী (৩৬), পিতা-মোঃ কাশেম বেপারী,
৪) আকাশ রায় (৪৫), পিতা-মৃত দুলাল রায়,
৫) সোহেল রানা (৩৫), পিতা-আঃ মান্নান হাওলাদার।
তাদের সবার বাড়ি দৌলতপুর থানাধীন রেলিগেট ও পালপাড়া এলাকায়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার ৭ সেট তাস ও নগদ ২ হাজার ৫২০ টাকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।