সোমবার, ১৯ মে ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ ডেক্স
খুলনার রূপসা উপজেলার জেলখানা ঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম।
সভায় তিনি বলেন, “আমরা একসাথে কাজ করলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করা সম্ভব।” তিনি আরও বলেন, শুধু পুলিশের পক্ষে সব কিছু সম্ভব নয়, জনগণেরও সচেতন ও সক্রিয় ভূমিকা জরুরি।
সভায় সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার। তিনি এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন, আর ডিআইজি রেজাউল হক সব বিষয়ে গুরুত্ব দিয়ে কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে একটি মানবিক ঘটনা সকলকে নাড়া দেয়। রূপসার শ্রীফলতলা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় মায়ের জন্য নিজ উদ্যোগে ঘর নির্মাণ করে দেন ডিআইজি রেজাউল হক। তিনি ঘরের উদ্বোধন করেন এবং উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। ঘর পেয়ে ওই পরিবার আবেগাপ্লুত হয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এই কার্যক্রমে সার্বিক সহায়তায় ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিআইজি জানান, “এটা কেবল একটি প্রোগ্রাম নয়, একটি সামাজিক আন্দোলন। সবাইকে সঙ্গে নিয়েই এই পথ চলতে হবে।”