সোমবার, ১৯ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
স্বাধীন বাংলা সংবাদ
সংবাদ ডেস্ক
তারিখ: ১৭ এপ্রিল ২০২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে নায়িকা পরীমনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিতর্কিত পোস্ট দিয়ে তিনি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
পোস্টটিতে লেখা ছিলো—
“তোমার মা-মা আর বাকি সব খানকি???”*
এই কথাগুলোতে অশালীন শব্দের ইঙ্গিত থাকায় অনেকেই একে ‘অশোভনীয়’, ‘অপ্রত্যাশিত’ এবং ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন। স্ট্যাটাসটি প্রকাশের ২ দিনের মাথায় তা ৬০ হাজারের বেশি রিঅ্যাকশন, ১৩০০-এর অধিক শেয়ার এবং হাজারো মন্তব্য কুড়িয়েছে।
পরীমনির এই পোস্টে অনেকেই তার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, “একজন জনপ্রিয় তারকার কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না,” আবার কেউ কেউ তাঁর পক্ষেও দাঁড়িয়েছেন, বলছেন—”এটি হয়তো ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।”
তবে পোস্টটির ঠিক পরেই আরেকটি স্ট্যাটাসে পরীমনি লেখেন—
“আমাদের বৈশাখী আনন্দ! 🦋❤️”
এই বৈপরীত্যপূর্ণ পোস্ট দুটি নিয়ে নেটিজেনদের কৌতূহল আরও বেড়ে যায়।
বর্তমানে পরীমনি এই বিষয় নিয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে তার এই স্ট্যাটাস নিয়ে বিতর্ক থামার কোনো নাম নিচ্ছে না। কেউ কেউ বলছেন, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিলো ‘আটেনশন গ্র্যাবিং’ বা ‘কন্ট্রোভার্সিয়াল মার্কেটিং’-এর অংশ হিসেবে।
এখন দেখার বিষয়, পরীমনি এ নিয়ে ভবিষ্যতে কী ব্যাখ্যা দেন, আর তার এই পোস্টের প্রভাব তার ক্যারিয়ারে কতটা পড়ে।
সংবাদ দেখছে: কণিকা
স্বাধীন বাংলা সংবাদ