রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
মো:আরিফ হোসেন
খুলনা প্রতিনিধি।
খুলনার ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবার শিববাড়ি মোড়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাজুয়ার তরমুজ বিক্রির কার্যক্রম। জনসাধারণকে ভেজালমুক্ত ও ন্যায্য মূল্যে তরমুজ সরবরাহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তরমুজ বিক্রির স্থানটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বাজারে অতিরিক্ত দামের কারণে অনেকেই যেখানে তরমুজ কিনতে সংকোচ বোধ করছেন, সেখানে এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে।
খুলনার ঐতিহ্যবাহী বাজুয়ার তরমুজ দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয়তা অর্জন করেছে তার স্বাদ ও গুণগত মানের কারণে। ব্লাড ব্যাংকের এই মানবিক উদ্যোগ শুধুমাত্র পুষ্টিকর ফল সহজলভ্য করাই নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও স্থাপন করেছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, এই কার্যক্রম চলমান থাকবে এবং চাহিদার ভিত্তিতে সময়সীমা বাড়ানোও হতে পারে।
স্থানীয়রা এমন মহতী উদ্যোগে অত্যন্ত খুশি এবং ভবিষ্যতেও এমন জনবান্ধব প্রকল্প চালু রাখার আহ্বান জানিয়েছেন।