সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
স্বাধীন বাংলা সংবাদ ডেক্স
মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং চারটি পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক মোংলার উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত একটি বস্তা থেকে এসব হরিণের মাংস ও অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কোস্ট গার্ডের ২৪ ঘণ্টার টহল কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
– ম্যানেজিং এডিটর: কণিকা
(স্বাধীন বাংলা সংবাদ)