সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চকবাজার এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চকবাজারের কাপাসগোলা এলাকায় একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। ওই রিকশায় থাকা ৬ মাস বয়সী একটি শিশু এ ঘটনায় নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান, হঠাৎ ভারসাম্য হারিয়ে রিকশাটি স্লুইসগেট সংলগ্ন একটি খোলা নালায় পড়ে যায়। রিকশায় থাকা শিশুটিকে খুঁজে পাওয়া না যাওয়ায় সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দলও।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা ও সংশ্লিষ্টরা শিশুটির নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করছেন।
– কণিকা
(স্বাধীন বাংলা সংবাদ ডেক্স)