সোমবার, ১৯ মে ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
স্বাধীন বাংলা সংবাদ ডেক্স
প্রথমে ডিবি পুলিশের পরিচয়, এরপর ছাত্রদলের নাম ভাঙিয়ে অনলাইন জুয়ার অভিযোগ এনে চাঁদা দাবি। দাবিকৃত টাকা না পেয়ে মারধর ও ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার সহায়তায় পুলিশের হাতে ধরা পড়েছে চার যুবক।
ঘটনাটি ঘটে গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টার দিকে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আন্দিরঘাট রোডে। বাসিন্দা ইখতিয়ার উদ্দিন সুমন ঢালীর বাসায় প্রবেশ করে চার যুবক নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেয়।
সুমন ঢালী জানান, তারা প্রথমে অনলাইন জুয়া চালানোর অভিযোগ তোলে এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আসামিরা নিজেদের ছাত্রদলের পরিচয় দিয়ে সুমনকে মারধর করে এবং তার উপর ভয়ভীতি সৃষ্টি করে।
পরে তারা দুটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সুমনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের ভেতর থেকে চার আসামিকে আটক করে এবং ৯৯৯-এ কল করে।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করে। চারজনকে গ্রেফতার করে পুলিশ ঘটনাস্থল থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১) মাসুদ রানা (২৩), খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র,
২) ফয়সাল মাহমুদ (২৪), বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র,
৩) সালাউদ্দিন (২৬), সুন্দরবন আদর্শ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র,
৪) রিফাত পারভেজ রাফি (২১), সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র।
সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
ম্যানেজিং এডিটর: কণিকা
(স্বাধীন বাংলা সংবাদ)