সোমবার, ১৯ মে ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ ডেক্স প্রতিবেদন: কণিকা
প্রবাদ আছে— লোভে পাপ, পাপে মৃত্যু! কিন্তু মানুষ কি কখনো লোভ থেকে নিজেকে বিরত রাখতে পারে? মা— যে শব্দটিতে লুকিয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, সেই মায়ের হাতেই যখন সন্তানের বিনিময়ে কেনা হয় মোবাইল, গহনা— তখন মন কেঁপে ওঠে।
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায় ঘটেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। চার মাস বয়সী নিজের কোলের সন্তানকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন এক মা— লাবনী আক্তার লিজা।
স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে এ সিদ্ধান্ত নেন তিনি। এরপর সে অর্থ দিয়ে কেনেন শখের মোবাইল ফোন, পায়ের নূপুর ও নাকফুল।
স্বামী রবিউল ইসলাম জানান, সন্তান তামিমের জন্মের পর সংসারে শান্তি ফিরেছিল। তবে কিছুদিন আগে লাবনী সন্তানকে নিয়ে বোনের বাড়িতে চলে যান এবং আর ফিরতে চাননি। একপর্যায়ে জানিয়ে দেন— সন্তানকে বিক্রি করে দিয়েছেন।
রবিউল কৌশলে লাবনীকে ডেকে এনে বাড়িতে ফেরত আনেন এবং পুলিশকে জানান। জিজ্ঞাসাবাদে লাবনী স্বীকার করেন— ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে সন্তান বিক্রি করেন মনির নামের এক ব্যক্তির সহযোগিতায়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. এমরা