সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
প্রতিবেদন কণিকা
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীকে মাদকমুক্ত করতে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আবারও সফল অভিযান পরিচালনা করেছে। ১৮ এপ্রিল ২০২৫ রাতের দিকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ খুলনা শহরের ময়লাপোতা এলাকা থেকে ৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোনিয়া (২৬)। তিনি রূপসা উপজেলার বাগমারা পূর্ব রূপসা এলাকার বাসিন্দা, পিতা- জয়নাল শেখ ও স্বামী- মোঃ মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, সোনাডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের উৎস ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কেএমপি সূত্রে জানা গেছে।
খুলনা মহানগর পুলিশ নগরবাসীর সহযোগিতায় মাদকবিরোধী এই অভিযান চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।