সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
প্রতিবেদন : আবির হাসান অনিক
চরজব্বর থানার অফিসার ইনচার্জ জনাব, শাহীন মিয়া এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মাহমুদুল হক, এএসআই(নিরস্ত্র) সোহেল মুহাম্মদ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চরজব্বর থানাধীন ০৮নং মোহাম্মদপুর ইউপির ০৬নং ওয়ার্ডস্থ চর আকরাম উদ্দিন সাকিনস্থ হাসেম টোবাকো অফিস এর উত্তর পাশে পুকুর সংলগ্ন চৌরাস্তা হইতে উত্তর দিকে পুকুর পাড়ের অনুমান ৩০ ফুট সামনে পূর্ব পাশে ঝাউ গাছের গোড়া হইতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি, যাহা ০৬ ইঞ্চি লম্বা কাঠের বাট যুক্ত এবং ১২ ইঞ্চি লম্বা বডি ও ব্যারেল সম্বলিত পাইয়া স্থানীয় লোকজনদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত আলামত সহ থানায় আসিয়া চর জব্বর থানার জিডি নং- ১০০১, তারিখ-১৮/০৪/২০২৫খ্রিঃ মূলে বিস্তারিত লিপিবদ্ধ করেন। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অ’স্ত্রটি দু’ষ্কৃতিকারীরা পু’লিশি অভিযানের ভয়ে উল্লেখিত স্থানে লুকিয়ে রেখে ছিল। মা’দক ও অ’স্ত্র উদ্ধারের অ’ভিযান অব্যাহত আছে।