রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ ডেস্ক | স্বাধীন বাংলা
প্রতিবেদন: কণিকা
তারিখ: ১৯ এপ্রিল ২০২৫
তিন ল্যান্ড—থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা তিন জয়ে এক পা বিশ্বকাপে রেখে দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুর্দান্ত শুরু, আত্মবিশ্বাসী পারফরম্যান্স—সব মিলিয়ে টাইগ্রেসদের ওপর ছিল বিশ্বকাপের আশা।
কিন্তু চতুর্থ ম্যাচে ঘটল ছন্দপতন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হঠাৎ করেই ব্যাটিং ধস, ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে হার। এতে কিছুটা ধাক্কা খায় বিশ্বকাপের স্বপ্ন।
আজ লাহোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগ্রেসদের।
মাত্র ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে দল। ওপেনারদের দ্রুত বিদায় এবং মিডল অর্ডারের ব্যর্থতা পুরো দলের ওপর চাপ তৈরি করেছে। এখন ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে ঘুরে দাঁড়ানোই একমাত্র পথ।
বিশ্বকাপের আশা এখনও শেষ হয়ে যায়নি। পাকিস্তানকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি টিকিট মিলবে বিশ্বকাপে। তাই টাইগ্রেসদের জন্য আজকের ম্যাচ হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।
স্বাধীন বাংলার পক্ষ থেকে টাইগ্রেসদের জন্য শুভকামনা। জয় হোক বাংলার!