সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী রাকিবুল হাসান মানিক (২৫) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫ খ্রি.) দিবাগত রাত আনুমানিক ০৪:০৫ ঘটিকায় কদমতলী থানাধীন জুরাইন মেডিকেল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
কদমতলী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কদমতলী থানাধীন জুরাইন মেডিকেল রোড সংলগ্ন রাম-লক্ষণ ফ্রিড মন্দিরের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদারের নেতৃত্বে থানার একটি টহল টিম রাত আনুমানিক ০৪:০৫ ঘটিকায় সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মানিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের তৈরী বিশেষ লাঠি উদ্ধার করা হয়। ঐ সময় তার দুই সহযোগী ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত একজন ও পলাতকদের বিরুদ্ধে কদমতলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত মানিক সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে এবং পলাতক সহযোগীরা ছিনতাই করার উদ্দেশে ঘটনাস্থলে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিলো মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত রাকিবুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।