সোমবার, ১৯ মে ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
অটোমোবাইল রিপোর্ট: স্বাধীন বাংলা সংবাদ
নতুন সব আধুনিক ফিচার আর স্টাইলিশ লুকে বাইকপ্রেমীদের মন জয় করতে বাজারে আসছে TVS-এর ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক Apache RR 310। আগের ভার্সনের তুলনায় এবার অনেক উন্নত প্রযুক্তি সংযোজন করা হয়েছে এই বাইকে, যার ফলে এটি আরও বেশি রাইড ফ্রেন্ডলি হয়ে উঠেছে।
পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার
এই বাইকটিতে রয়েছে পরিবেশবান্ধব OBD-2B সিস্টেম, যা পরিবেশদূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।
ইঞ্জিন ও পারফরমেন্স
Apache RR 310-এ রয়েছে ৩২১ সিসির সিঙ্গল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৯,৯০০ RPM-এ ৩৮ হর্সপাওয়ার শক্তি এবং ৭,৯০০ RPM-এ ২৯ NM টর্ক উৎপাদনে সক্ষম। বাইকটিতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। মাইলেজ ৩৪-৪০ কিমি/লিটার পর্যন্ত, আর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬৪ কিমি।
আধুনিক ফিচার ও নিয়ন্ত্রণ প্রযুক্তি
নতুন এই মডেলে যুক্ত হয়েছে আরও কিছু আকর্ষণীয় ফিচার—
লঞ্চ কন্ট্রোল টেকনোলজি, যা বাইকটিকে দ্রুত গতি তুলতে সহায়তা করে
Cornering Drag Torque প্রযুক্তি, যা কর্নারিংয়ের সময় বাইককে আরও বেশি নিয়ন্ত্রণে রাখে
সিকুয়েনশিয়াল টার্ন ইন্ডিকেটরস, যা বাইকটিকে দিয়েছে প্রিমিয়াম লুক
Quickshifter, যার ফলে ক্লাচ ছাড়াই গিয়ার পরিবর্তন করা যাবে এবং আরও স্মুথ রাইডের অভিজ্ঞতা মিলবে
কালার ও দাম
বাইকটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে—
রেসিং রেড
বম্বার গ্রে
সেপাং ব্লু
ভারতের বাজারে বাইকটির দাম শুরু হয়েছে ২ লাখ ৭৮ হাজার রুপি (এক্স-শোরুম)। তবে বাংলাদেশে এলে বাইকটির সম্ভাব্য মূল্য হতে পারে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।