সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি: কণিকা
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বক্তব্যে বলেছেন, জুলাই আন্দোলনে যারা নির্মমভাবে নিহত হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চায় দেশের জনগণ। তিনি সাফ জানিয়ে দেন, এই হত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না।
তিনি বলেন, “আমরা ইলেকশন চাই, তবে তার আগে চাই এই দুটো বিষয়—বিচার এবং সংস্কার। যদি বিচারহীনভাবে নির্বাচন হয়, তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তাদের বড় খুনি হওয়ার আশঙ্কা থেকেই যাবে।”
তার এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর পূর্বে দেশে কোনো নির্বাচনী কার্যক্রম জনগণ মেনে নেবে না।