সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি: কণিকা
কুমিল্লার মুরাদনগরে মাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির জেরে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্বামী গলা টিপে হত্যা করেন স্ত্রীকে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে এই ঘটনা ঘটে।
ঘাতক স্বামী বাছির উদ্দিন (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা। তিনি হত্যার পর নিজেই থানায় গিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
নিহত স্ত্রী মৌসুমী আক্তার (২৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।