সোমবার, ১৯ মে ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ ডেস্ক :
যশোরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ‘ডেঞ্জার সোহাগ’ অবশেষে র্যাব-৬ এর হাতে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, হত্যা চেষ্টা ও মাদকসহ মোট ৯টি মামলা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার তথ্য অনুযায়ী জানা যায়, ভিকটিম রানা, যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা এবং একজন বেসরকারি চাকরিজীবী। সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রানার সঙ্গে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সোহাগ ও তার সহযোগীদের দ্বন্দ্ব তৈরি হয়। ২০১৮ সালের ২৯ জানুয়ারি ষষ্টিতলা এলাকায় রানা পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন—এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করা হয় তাকে।
এই ঘটনায় রানার মা রহিমা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়। মামলায় আসামি সোহাগ ডেঞ্জার সোহাগ জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে, র্যাবের অভিযানে তাকে যশোর শহরের বলাডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।
ডেঞ্জার সোহাগের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর মধ্যে রয়েছে—১টি হত্যা, ১টি ডাকাতি, ১টি অস্ত্র, ১টি বিস্ফোরক, ২টি হত্যা চেষ্টা ও ৩টি মাদক মামলা।
আটকের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সোহাগ। তার গ্রেফতারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।