সোমবার, ১৯ মে ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি: কণিকা
হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট এবার বিবাহিত। ১৯ এপ্রিল, দীর্ঘদিনের বান্ধবী ও চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন টিএমজেড জানায়, স্টুয়ার্টের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, বিয়ের এক সপ্তাহ আগে তারা আদালত থেকে বিয়ের লাইসেন্স সংগ্রহ করেন। ঘরোয়া এই আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু উপস্থিত ছিলেন।
বিয়ের ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে ডিলান মেয়ারকে দেখা গেছে সাদা পোশাকে এবং স্টুয়ার্ট ছিলেন ধূসর পোশাকে। এক ছবিতে দেখা যায়, স্টুয়ার্ট তার জীবনসঙ্গিনী মেয়ারের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট মেয়ারের সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তার আগে তিনি ‘টোয়ালাইট’ সিরিজের সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে চার বছর সম্পর্কে ছিলেন। পরে পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গেও ডেট করেন তিনি।
২০১৭ সালে নিজেকে উভকামী হিসেবে পরিচয় দেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০১৯ সালে ডিলান মেয়ারের সঙ্গে সম্পর্কে জড়ান এবং একই বছরের অক্টোবরে ইনস্টাগ্রামে তাদের সম্পর্কের ঘোষণা দেন। এরপর ২০২১ সালে বাগদান এবং অবশেষে ২০২৫ সালে তারা একসঙ্গে পথচলার অঙ্গীকার করলেন।