সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
প্রতিনিধি: কণিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিনাক রঞ্জন স-র-কা-রের ম-র-দে-হ রাজধানীর হাতিরপুলে একটি বাসা থেকে উ-দ্ধা-র করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৮টায় পু-লি-শ তার ম-র-দে-হ উ-দ্ধা-র করে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ম-র-দে-হটি মো-য়-না-ত-দ-ন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ম-র্গে পাঠানো হয়।
ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা পিনাক ছিলেন ঢাবির মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি একটি চিত্রাঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষকতা করতেন।
তার এক সহপাঠী জানান, সোমবার রাতে পিনাকের ফেসবুক মেসেঞ্জার নোটসে লেখা ছিল—“আমার মৃ-ত্যু-র জন্য কেউ দা-য়ী নয়।” বিষয়টি রুমমেট জাহিদুল ইসলামকে জানালে তিনি অফিস থেকে ফিরে এসে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে ৯৯৯-এ কল দিয়ে পু-লি-শের সহায়তায় দরজা ভেঙে পি-на-ককে ঝু-লন্ত অবস্থায় উ-দ্ধা-র করা হয়।
ক-লা-বাগান থানার এসআই মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, ঘ-ট-নাস্থল থেকে একটি চি-র-কু-ট পাওয়া গেছে যেখানে একই বক্তব্য লেখা ছিল—“আমার মৃ-ত্যু-র জন্য কেউ দা-য়ী নয়।” প্রাথমিকভাবে জানা গেছে, পিনাকের এক সহপাঠীর সঙ্গে প্রে-মের সম্পর্ক ছিল, যা মাসখানেক আগে ভে-ঙে যায়। ধারণা করা হচ্ছে, সে কারণে মা-ন-সিক চা-পে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
এই ঘ-ট-নায় একটি অ-প-মৃ-ত্যু মা-ম-লা রুজু করা হয়েছে এবং ত-দ-ন্ত অব্যাহত রয়েছে।