রবিবার, ১৮ মে ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
স্বাধীন বাংলা সংবাদ | খুলনা প্রতিনিধি : কণিকা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহা. মাছুদ বলেছেন, পদত্যাগের বিষয়টি এখন আর তার নিজের হাতে নেই। তিনি পরিষ্কার করে জানিয়েছেন, সরকার যদি তাকে পদ থেকে সরিয়ে না দেয়, তাহলে তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না।
এক সাক্ষাৎকারে মুহা. মাছুদ বলেন, “আমাকে সরকার নিয়োগ দিয়েছে। এখন সরকার যদি মনে করে আমি এই পদের জন্য যোগ্য না, তাহলে অবশ্যই আমি আর থাকতে পারব না। এটা সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। এখন আর এটা আমার ওপর নির্ভর করছে না।”
তিনি এই মুহূর্তে নিজ ইচ্ছায় সরে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন না বলেও জানিয়েছেন।