রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
স্বাধীন বাংলা সংবাদ | ডেস্ক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের দুদক একটি বিশেষ দল।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর সবুজবাগ এলাকার পূর্ব বাসাবোতে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ডায়াগনস্টিক সেন্টারটির ছাড়পত্র দেওয়ার জন্য সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে যান এবং কোনো ত্রুটি না পেলেও ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে ছাড়পত্র না দেওয়ার হুমকিও দেন তিনি।
অভিযোগের ভিত্তিতে দুদক ফাঁদ অভিযান চালিয়ে ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে। অভিযানে ঘুষের টাকা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।