সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
স্বাধীন বাংলা সংবাদ | ডেস্ক রিপোর্ট
ফেনীর সোনাগাজীতে পূর্বপরিকল্পিতভাবে বি-এন-পি’র এক কর্মী আবুল হাসেম (৫০) কে নৃ-শংসভাবে কু-পিয়ে হ-ত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নোয়াখালী ও সোনাগাজীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (৩৫), রাকিব (২৫), সোলেমান (৪৫), শেখ রাসেল (৩০) ও শিপন (৩০) নামে পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, চার বছর আগের বিরোধের জের ধরে এ হ-ত্যাকা-ণ্ড ঘটে। বো-রকা পরে আসা দু-র্বৃত্তরা মঙ্গলবার ভোরে ওলামা বাজার এলাকায় আবুল হাসেমের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধা-রালো অ-স্ত্র দিয়ে তার বা-ম হা-ত ও পা শ-রীর থেকে বি-চ্ছি-ন্ন করে নি-র্মমভাবে হ-ত্যা করা হয়।
ঘটনার পর অভিযান চালিয়ে তিনটি বো-রকা, র-ক্তমা-খা দুটি লোহার রড, একটি দা ও একটি ওড়না উদ্ধার করে পুলিশ।
নি-হতের বাবা আব্দুস শুক্কুর বাদী হয়ে সোনাগাজী থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে হ-ত্যা মা-মলা দায়ের করেছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন জানান, গ্রেপ্তার পাঁচজনকে বুধবার (২৩ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে কা-রা-গারে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে।