রবিবার, ১৮ মে ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
ডেক্স রিপোর্ট | স্বাধীন বাংলা সংবাদ
বাগেরহাটের মোংলায় এক কিশোরীর (১৪) আত্মহননের ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের কারণে আত্মহত্যা বলে জানা গেলেও, তদন্তে উঠে এসেছে একটি পরিকল্পিত অপরাধের চিত্র।
জানা গেছে, স্থানীয় এক যুবক ওই কিশোরীকে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে সুন্দরবনের করমজল এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে প্রভাবিত করে মাদকজাতীয় কিছু খাইয়ে, অসহায় অবস্থায় ভিডিও ধারণ করে। পরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার মানসিক ও শারীরিক নির্যাতন চালায়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গত ৭ এপ্রিল বাগেরহাট আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আদালতের নির্দেশে মোংলা থানা পুলিশ ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করে।
বিশেষ অভিযানে অভিযুক্ত প্রধান ব্যক্তি আসহাবুল ইয়ামিন (২৪) কে ২২ এপ্রিল মোংলা বন্দরের মাধবী কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আসহাবুল জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ওই কিশোরী পড়াশোনার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে ছিল সক্রিয় এবং স্থানীয়ভাবে বিভিন্ন খেলার আয়োজনেও অংশ নিত।