রবিবার, ১৮ মে ২০২৫, ১১:২০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :
ভারতের বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে ঘিরে আবারও শুরু হয়েছে সমালোচনার ঝড়। রিপাবলিক বাংলার এই সংবাদ উপস্থাপক লাফিয়ে-চিৎকার করে খবর পড়ায় ইতিমধ্যেই নেতিবাচকভাবে পরিচিত। এবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী যেন পরোক্ষভাবেই তাকে ‘গা ধা’ বলে কটাক্ষ করলেন।
শুক্রবার নিজের ফেসবুক পেজে ঋত্বিক লেখেন—“ধরুন একটা গা ধা র নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূর রঞ্জন’।”
এই স্ট্যাটাসে রীতিমতো হাসির রোল পড়ে যায়। অনেকে এটিকে বছরের সেরা স্যাটায়ার বলেও উল্লেখ করেন। মন্তব্য ঘরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও ঋত্বিকের ভক্তরাও একমত পোষণ করেছেন।
উল্লেখ্য, ময়ূখ রঞ্জন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট। তার সঙ্গে টালিগঞ্জের বেশ কয়েকজন তারকার ওঠাবসা রয়েছে। এর আগে দেব ও রুক্মিণীর সঙ্গে ছবি তুলে ট্রলের মুখেও পড়েছিলেন তিনি।
স্বাধীন বাংলা সংবাদ