সোমবার, ১৯ মে ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
স্বাধীন বাংলা সংবাদ ডেস্কঃ
জামালপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলার কারণে ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলার বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার সাতটি পরীক্ষাকেন্দ্রে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার করা হয়। ইসলামপুর উপজেলার ৪নং চর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কার এবং ৫ জন সহকারী শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে মাদারগঞ্জ উপজেলার চারটি কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থী বহিষ্কার এবং তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন – ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা বেগম, বেনুয়ার চর এম এইচ উচ্চ বিদ্যালয়ের আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির, ৪নং চর হাই স্কুল অ্যান্ড কলেজের মো. রুহুল আমিন ও পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের রাসেল সরদার। এছাড়া মাদারগঞ্জে আরও তিনজন শিক্ষক – আব্দুর রহমান, নাসরিন ও মাফিজুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মাদারগঞ্জ পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, পরিদর্শনকালে চারটি পরীক্ষাকেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ১২ জন পরীক্ষার্থী বহিষ্কার এবং তিনজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান জানান, দায়িত্ব পালনে গাফিলতির কারণে পাঁচজন শিক্ষককে অব্যাহতি এবং পরীক্ষার নিয়ম ভাঙার কারণে চারজন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। চলমান পরীক্ষায় আইনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে বলে তিনি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।