সোমবার, ১৯ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ ডেস্ক :
চাঁদপুরের ফরিদগঞ্জে ‘স¤মকামী’ দুই মেয়েকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম তাদের পরিবারের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, মেয়েগুলি দুই ধর্মের অনুসারী। এক কিশোরী সনাতন ধর্মের অনুসারী, যার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়, এবং অপর কিশোরী মুসলিম, যার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠে। তারা দাবি করেন, বিয়েও করেছেন, তবে এর কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, “তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য পরিবারের সদস্যদের সচেতন করা হয়েছে।”