রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
স্বাধীন বাংলা সংবাদ | Desk Report
খুলনার বয়রা বাজারে আব্দুর রহিম (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃ*ত্তরা। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত রহিম সোনাডাঙ্গা থানার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ২-৩ জন অতর্কিতে হামলা চালায় এবং পা ও মাথায় দারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।