রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ ডেস্ক :
আজ ২৫ এপ্রিল ২০২৫ শনিবার সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত হেলদি সিটি ইনিসিয়েটিভ হেলথ এন্ড ওয়েলনেস ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ সকাল ৮ টায় নগরীর হাদিস পার্ক থেকে ৭.৫ কি.মি. দূরত্বের ম্যারাথন দৌড় উদ্বোধন করা হয়। যৌথভাবে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খুলনা জনাব মোঃ ফিরোজ শাহ এবং কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সমন্বিত উদ্যোগে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে হেলদি সিটি ইনিসিয়েটিভ হেলথ এন্ড ওয়েলনেস ফেয়ার প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব ফিরোজ সরকার, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, খুলনা।
হেলদি ও পরিচ্ছন্ন সিটি গড়ার ক্যাম্পেইনে অংশ নিয়ে শহিদ হাদিস পার্কে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসে। স্টলগুলো থেকে হেলদি ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
প্রোগ্রামে খুলনা মেট্রোপলিটন পুলিশের স্টল থেকে বিভিন্ন সচেতনতামূলক কার্ড (এওয়ারনেস কার্ড)বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি যানজটমুক্ত নগরী গড়তে সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে ভিডিও চিত্র প্রচার করা হয়।
বিকাল ৫ ঘটিকায় আমন্ত্রিত অতিথিবর্গের সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জনাব লস্কর তাজুল ইসলাম এবং কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। বক্তারা বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে দায়িত্ব পালন করলে খুলনা মহানগরীকে আবর্জনা মুক্ত, হেলদি ও পরিচ্ছন্ন সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।