রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
যশোর জেলার কোতয়ালী থানাধীন পুলেরহাট বাজার এলাকা হতে অজ্ঞানপার্টির মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনায় ওয়ালটনের আনন্দ উৎসব ৮০ বোতল বিভিন্নধরনের বিদেশি মদ এবং একটি প্রাইভেট কার সহ ০২জন আসামি গ্রেফতার প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮ জনঃ কেএমপি ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ও নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআাইজি রেজাউল করিম মল্লিকের বিদায় সংবর্ধনা ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি যানজটমুক্ত নগরী গড়তে কেএমপি’র অনন্য উদ্যোগ; ইজিবাইক চালকদের প্রশিক্ষণ খুলনায় ভোক্তা-অধিকারের কঠোর অভিযানঃ জরিমানা ১ লাখ ৪৫ হাজার টাকা ট্রাফিক তেজগাঁও বিভাগের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি যাত্রাবাড়ীতে ৫,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮ জনঃ কেএমপি

রিপোর্টারের নাম / ২৪ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

স্বাধীন বাংলা ডেস্ক :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে ঘরে ঢুকে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন এবং অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগ এনে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি, অতঃপর দাবিকৃত চাঁদা না পেয়ে মারধরের ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করার সময় গ্রেপ্তার হয় ৮ যুবক।

গতকাল ১৪ মে বুধবার রাতে খুলনা মহানগরীর খালিশপুর থানার বাসিন্দা জনৈক বাপ্পি সরকার, পিতা-মোঃ সাহেব আলী, সাং-হোল্ডিং নং-৭৭, বাস্তহারা ২নং রোড, থানা-খালিশপুর, খুলনার বাসায় এ ঘটনা ঘটে।

বাপ্পি সরকারের স্ত্রী শাহানাজ বেগম জানান ৮/৯ জন যুবক রাত ৯:৩০ ঘটিকার সময় তাদের বাসায় উপস্থিত হয়ে নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এরপর তার স্বামী বাপ্পি সরকারকে বলে, আপনি বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন এবং আপনার নিকট অবৈধ অস্ত্র আছে। তারা বলে ডিজিএফআই, এনএসআই ও পুলিশ এই বিষয়ে অবগত আছে এবং তাদেরকে তদন্তের জন্য পাঠিয়েছে। আসামীরা আরো বলে যে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগরের নেতা ছিল। বর্তমানে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে। দল চালাতে টাকা লাগে এজন্য তাদেরকে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। বাপ্পি সরকার চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা শক্তির মহড়া প্রদর্শন করতঃ মারপিট করতে উদ্যত হয় এবং ভয়-ভীতি ও ত্রাস সৃষ্টি করে এসময় তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আসামিদেরকে ঘরের ভেতরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ৮ জনকে গ্রেফতার করে। থানা পুলিশকে সহযোগিতায় ঘটনাস্থলে ডিজিএফআই, এনএসআই ও নৌ-বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক রায়হান (২৫), পিতা-মোহাম্মদ আলী জিন্নাহ, সাং-হোল্ডি নং-বি-১, রোড-২৭৮ দূর্বার সংঘ ক্লাবের পাশে, থানা-খালিশপুর, ২) এসএম শামাউন ইশমাম (২২), পিতা-এসএম ইকবাল হোসেন, সাং-রায়ের মহল, থানা-হরিণটানা, ৩) সোহেল শেখ (২৩), পিতা-মোঃ মঞ্জুরুল ইসলাম, সাং-রায়ের মহল বাঙ্গাল বাড়ি মোড়, থানা-হরিণটানা, ৪) শেখ সাজ্জাদ (২০), পিতা-মোঃ হুমায়ন কবির, সাং-রায়ের মহল বাঙ্গাল বাড়ি মোড়, থানা-হরিণটানা, ৫) নাঈমুর রহমান (২১), পিতা-শেখ রহমত আলী, সাং-রায়ের মহল পশ্চিমপাড়া, থানা-আড়ংঘাটা, ৬) শেখ রাকিবুল ইসলাম (২৩), পিতা-মিজানুর রহমান, সাং-রায়েরমহল উত্তরপাড়া, থানা-আড়ংঘাটা, ৭) মোহিদুল ইসলাম রাজন (২৩), পিতা-শেখ মতলেব, সাং-রায়ের মহল, থানা-আড়ংঘাটা এবং ৮) তৌহিদুল ইসলাম শাওন (২২),পিতা-মিজানুর রহমান, সাং-রায়েরমহল উত্তরপাড়া, থানা-আড়ংঘাটা, খুলনা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-১২, তারিখ-১৫/০৫/২০২৫ খ্রি., ধারা-৪৪৭/৩৪২/ ৩৮৫/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *