সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
মোল্লাহাটে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। উপজেলার বিভিন্ন কেন্দ্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মোল্লাহাট কেন্দ্র:
এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫৩৮ জন। উপস্থিত ছিল ৫৩০ জন, অনুপস্থিত ৮ জন।
এ কেন্দ্রের দুটি ভেন্যু:
ভেন্যু ১: সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৩১৪ জন, উপস্থিত ৩০৯ জন এবং অনুপস্থিত ৪ জন।
ভেন্যু ২: ডাঃ মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২২৪ জন, যার মধ্যে ২২০ জন উপস্থিত এবং ৪ জন অনুপস্থিত ছিল।
ভোকেশনাল পরীক্ষার্থী:
মোট পরীক্ষার্থী ছিল ১৮৯ জন, এর মধ্যে উপস্থিত ছিল ১৮৫ জন এবং অনুপস্থিত ৫ জন।
মোল্লাহাট চরকুলিয়া কেন্দ্র:
এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৬৯ জন। উপস্থিত ছিল ৪৬৪ জন, অর্থাৎ অনুপস্থিত ৫ জন।
মোল্লাহাট মাদ্রাসা (দাখিল) পরীক্ষা কেন্দ্র:
এখানে মোট পরীক্ষার্থী ছিল ২০৫ জন। উপস্থিত ছিল ১৯২ জন এবং অনুপস্থিত ছিল ১৩ জন।
উপজেলার প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ নিরলসভাবে কাজ করেছেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য অভিভাবক ও স্থানীয়দের মাঝে সন্তোষ বিরাজ করছে।
উল্লেখ্য, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার মোল্লাহাটে একটি আদর্শ ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।