সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
স্বাধীন বাংলা সংবাদ
তারিখঃ ১৭/০৪/২০২৫
শিরোনামঃ খুলনায় ভোক্তা অধিকারের কঠোর অভিযানঃ জরিমানা ১ লাখ ৭৮ হাজার ৫ শত টাকা
খুলনা, ১৭ এপ্রিল:
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও এর আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কর্তৃক আজ ১৭ এপ্রিল ২০২৫ তারিখে মোট ৯টি টিম নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে।
চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, ডিম, মুরগিসহ নানা পণ্যের বাজার মূল্য যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪টি প্রতিষ্ঠানকে মোট ১,৭৮,৫০০ টাকা জরিমানা করা হয়।
বিভিন্ন জেলার অভিযানের বিস্তারিতঃ
খুলনা মহানগরী (সোনাডাঙ্গা, নিউমার্কেট): ৩,৫০০ টাকা জরিমানা (নেতৃত্ব: মোঃ সেলিম)
যশোর (বড় বাজার): ৪,০০০ টাকা জরিমানা (নেতৃত্ব: সৈয়দা তামান্না তাসনিম)
খুলনা জেলা (বটিয়াঘাটা): ১৩,০০০ টাকা জরিমানা (নেতৃত্ব: ওয়ালিদ বিন হাবিব)
কুষ্টিয়া (ঝিনাইদহ সড়ক বাজার): ১,০০,০০০ টাকা জরিমানা (নেতৃত্ব: মোঃ মাসুম আলী)
মাগুরা (পরানান্দুয়ালী বাজার): ৩,০০০ টাকা জরিমানা (নেতৃত্ব: মোঃ সজল আহম্মেদ)
সাতক্ষীরা (রাজারবাগান উত্তরপাড়া): ২৫,০০০ টাকা জরিমানা (নেতৃত্ব: মোঃ মেহেদী হাসান তানভীর)
ঝিনাইদহ (ট বাজার): ১০,০০০ টাকা জরিমানা (নেতৃত্ব: নিশাত মেহের)
চুয়াডাঙ্গা (আটকবর ও চন্দ্রাবাস বাজার): ১০,০০০ টাকা জরিমানা (নেতৃত্ব: মোঃ মামুনুল হাসান)
বাগেরহাট (মুক্ষাইট বাজার): ১০,০০০ টাকা জরিমানা (নেতৃত্ব: শরিফা সুলতানা)
অভিযানে অংশ নেওয়া প্রতিটি টিম ব্যবসায়ীদেরকে সচেতন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে বিক্রির বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ ডেক্সনৌ
স্বাধীন বাংলা সংবাদ
প্রতিবেদকঃ কণিকা