সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
প্রতিবেদন: কণিকা
১৪ ঘণ্টা পর চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে যাওয়া ৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটির মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রামের কাপাসগোলা নবাব হোটেলের পাশের একটি নালায় শিশুসহ এক নারী পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নারীকে উদ্ধার করতে সক্ষম হলেও তার কোলে থাকা শিশুটি পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, “সন্ধ্যায় কিছু সময় ধরে ভারী বৃষ্টি হচ্ছিল। ওই সময় কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ছিলেন এক নারী ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান। রিকশাটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা চালক ও নারীকে উদ্ধার করেন, কিন্তু শিশুটি তখন থেকেই নিখোঁজ ছিল।”
দীর্ঘ সময়ের চেষ্টার পর অবশেষে উদ্ধারকারীরা শিশুটির মরদেহ খুঁজে পায়।