সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
স্বাধীন বাংলা সংবাদ ডেস্ক:
রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় পেশাদার ছিনতাইকারী ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)–কে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। অভিযুক্তের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, দেশীয় অস্ত্র এবং ছিনতাইকৃত নগদ টাকা।
শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) সকাল আনুমানিক ৬:১৫ মিনিটে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পূবাইল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি টিম।
থানা সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ভোর ৪:২৪ মিনিটে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশাযোগে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় ফিরছিলেন। মান্নান সরণির কাছে পৌঁছালে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে। শাকিলের হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে ভয় দেখিয়ে তারা একটি মানিব্যাগ (যাতে ২,৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল) এবং ভিকটিমের বোনের গলার রুপার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে। ১৭ এপ্রিল ভিকটিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় শাকিলকে শনাক্ত করে।
গ্রেফতারের সময় শাকিলের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাইকৃত ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব মনিপুর এলাকার একটি ছাদ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো চাপাতি।
পুলিশ জানায়, শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে মিরপুরসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইয়ে জড়িত বাকি দুই সহযোগীর গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।