সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন বাংলা সংবাদ
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের মানাবি প্রদেশে মোরগ লড়াই চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। প্রদেশটির লা ভ্যালেন্সিয়া নামক একটি গ্রামীণ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হামলার সময় একটি মোরগ লড়াই অনুষ্ঠিত হচ্ছিল। ঠিক তখনই সশস্ত্র বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। আতঙ্কে উপস্থিত দর্শনার্থীরা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকেন। পরে হামলার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং সেনাবাহিনী ও পুলিশের নকল ইউনিফর্ম উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা কোনো সংঘবদ্ধ অপরাধী গ্যাংয়ের সদস্য এবং তারা পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে টার্গেট করেই ঘটনাস্থলে গিয়েছিল।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর পোশাক পরা বন্দুকধারীরা সরাসরি রিংয়ে ঢুকে গুলি চালাচ্ছে। প্রাদেশিক কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
ইকুয়েডরে বর্তমানে প্রায় ২০টি সক্রিয় অপরাধী চক্র রয়েছে, যারা মাদক পাচারের বিভিন্ন রুটের নিয়ন্ত্রণ নিতে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া জানিয়েছেন, বিশ্বব্যাপী পাচার হওয়া কোকেনের প্রায় ৭০ শতাংশ ইকুয়েডরের বন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাচার হয়। এই মাদক মূলত আসে প্রতিবেশী দেশ কলম্বিয়া ও পেরু থেকে।
পুলিশ জানিয়েছে, তারা হামলার পেছনে থাকা গ্যাং সংক্রান্ত যেকোনো তথ্য উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই দেশটিতে ৭৮১টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে সহিংস একটি মাস হিসেবে বিবেচিত। এসব ঘটনার বেশিরভাগই মাদক ও গ্যাং দ্বন্দ্বের ফল।