সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি: কণিকা
খুলনা নগরীর জিরোপয়েন্টে ঝটিকা মিছিলের জেরে অভিযানে আওয়ামী লীগের ২৫ জন নেতাকর্মীকে গ্রেফ.তা.র করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহাঃ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অন্যান্যদের গ্রেফ.তা.রে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার সকালে জিরো পয়েন্ট এলাকায় মিছিল করার পর দুপুরে সোনাডাঙ্গা থানার মজিদ সরণি, বয়রা মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিল করা হয়।
এদিকে, নগরীতে আ’ লীগ এর ঝটিকা মিছিলের চেষ্টাকালে নির্ধারিত না থাকা এক সং.গ.ঠ.নের কর্মী মোঃ ওয়ালিদ হাসান ইমন (২২) কে আ.ট.ক করেছে পুলিশ। বিকেল ৪টার দিকে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে তাকে আ.ট.ক করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই জানান, মিছিল করার অভিযোগে মোঃ ওয়ালিদ হাসান ইমন নামের একজনকে আ.ট.ক করা হয়েছে। সে আফজালের মোড় এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মোল্লার ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বয়রা মহিলা কলেজ রোডে মিছিলের চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় তাকে আ.ট.ক করা হয়।
স্বাধীন বাংলা সংবাদ