সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি: কণিকা
মাদককাণ্ডে জড়িয়ে ফের গ্রেপ্তার হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা টম চাকো। এর আগেও তিনি ২০১৫ সালের এক কোকেন মামলায় অভিযুক্ত হয়েছিলেন, তবে সেবারে খালাস পান। এবার দ্বিতীয়বারের মতো তাকে গ্রেপ্তার করলো পুলিশ।
কোচির একটি অভিজাত হোটেলে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশ দেখে পালাতে গিয়ে হোটেলের তৃতীয় তলা থেকে ঝাঁপ দেন চাকো। যদিও ওই অভিযানে কোনো মাদক উদ্ধার হয়নি, তবে তার পালানোর চেষ্টায় সন্দেহ আরও ঘনীভূত হয়।
পুলিশ জানিয়েছে, চাকোকে এনডিপিএস আইনের ২৭ (মাদক সেবন) এবং ২৯ (ষড়যন্ত্র) ধারায় গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য তার জামিন মঞ্জুর করা হয়।
হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযান চলাকালে তিনি দৌড়ে হোটেল ত্যাগ করছেন। এরপর পুলিশ আইনি নোটিশ পাঠায় তাকে। শনিবার সকালে এক আইনজীবীর সঙ্গে এর্নাকুলাম নর্থ টাউন থানায় হাজির হন তিনি।
উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে তাকে দীর্ঘ সময় জেরা করা হয়। তবে টম চাকো তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি বুঝতেই পারেননি পুলিশ অভিযান চালাচ্ছে, ভয় পেয়েই পালিয়ে গিয়েছিলেন।
ঘটনার তদন্ত এখনও চলমান।