সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি : আরিফ হোসাইন
খুলনার খালিশপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস আজ এক বিশেষ সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতামত দেন।
তিনি বলেন, ” আমরা মনে করি, খেটে খাওয়া সাধারণ মানুষ এবং দেশের প্রকৃত মালিকরা এখন আগে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচনই হবে সকল সংস্কারের ভিত্তি। আমরা আগে নির্বাচন চাই, তারপর সংস্কার।”
খালিশপুর এক সময় শিল্পাঞ্চল হিসেবে খ্যাত ছিল, কিন্তু গত কয়েক দশকে এখানে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে। এ প্রসঙ্গে হাবিবুর রহমান বিশ্বাস বলেন, “যদি আমাদের দল ক্ষমতায় আসে, তাহলে আমরা এই অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো চালু করার জন্য বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ করব। এতে করে একদিকে যেমন হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, অন্যদিকে খুলনার অর্থনীতিও চাঙ্গা হবে।”
সাক্ষাৎকারে তিনি মাদক সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। “মাদক খুলনার যুব সমাজকে ধ্বংস করছে। আমরা যদি ক্ষমতায় আসি,শুধু প্রশাসনিক অভিযান নয়, আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব। মোড়ে মোড়ে রেলি করব, পথসভা করব, এবং জনসচেতনতা বৃদ্ধি করব,” বলেন তিনি।
বিএনপি নেতা হাবিবুর রহমান বিশ্বাসের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিয়ে তার প্রতিশ্রুতি ইতোমধ্যেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।