সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ ডেস্কঃ
আজ ০৪ মে ২০২৫ তারিখ সকালে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে কেএমপি’র পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সুস্থতা আবশ্যক। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়ে সচেতন থাকতে হবে। মানসিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলা, বই পড়া এবং নিজ নিজ ধর্মানুযায়ী রীতিনীতি পালন করা যেতে পারে। ইদানিং স্মার্ট ফোনের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। স্মার্টফোনে অতিরিক্ত আসক্তি শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি করতে পারে। প্রয়োজনের অতিরিক্ত স্মার্ট ফোন ব্যবহারে সর্তক থাকতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার; বিভাগীয় পুলিশ হাসপাতালের ডা: মোঃ আব্দুল্লাহ আল-মাসুম; খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুষ্টিবিদ ডাঃ শামীমা আক্তার-সহ বিভিন্ন পর্যদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।